সাতক্ষীরা

একটি ভালো কবিতা যেখানেই লেখা হোক তার প্রভাব সর্বজনীন –সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ

By daily satkhira

March 14, 2021

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, একটি ভালো কবিতা যেখানেই লেখা হোক তার প্রভাব সর্বজনীন এবং সার্বজনীন। কবি সৃষ্টি হয়, তৈরি করা যায়না। তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে এদেশের স্বাধীনতার কবি, মুক্তিযুদ্ধের কবি উল্লেখ করে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ্য কবি কাজী নজরুল ইসলামকে চুরুলিয়া থেকে বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং রবীন্দ্রনাথের সঙ্গীতকে জাতীয় সঙ্গীতে অভিসিক্ত করেছেন। বঙ্গবন্ধু আমাদের কবিতা, সঙ্গীত, সংস্কৃতি কী হবে, কীভাবে এটা বিস্তৃত হবে সে বিষয়ে বাংলাদেশ সংবিধানে ২৩ অনুচ্ছেদে উল্লেখ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১৩ মার্চ শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি কবি শেখ মফিজুর রহমান। বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কবি শেখ মফিজুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি কবি তৃপ্তিমোহন মল্লিক। অতিথিদের ফুল ও ক্রেষ্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ‘বঙ্গবন্ধুর স্বপ্নে সাহিত্য ও শিল্প’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ। আলোচনা করেন অধ্যাপক আব্দুল হামিদ, কবি ও প্রাবন্ধিক কিশোরী মোহন সরকার। মো: মনিররুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর বাসুদেব বসু, অধ্যক্ষ, সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শামসুল হক, সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু। আবৃত্তি পর্বে একক আবৃত্তি করেন সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আবৃত্তিশিল্পী ইয়াসমিন নাহার, আবৃত্তিশিল্পী সৈয়দ একতেদার আলী, আবৃত্তিশিল্পী মাসুদুর রহমান (যশোর), আবৃত্তিশিল্পী দিলরুবা রুবি, আবৃত্তিশিল্পী শেখ আনসার আলী, আবৃত্তিশিল্পী মন্ময় মনির, আবৃত্তিশিল্পী প্রভাষক তৌফিক আহমেদ, আবৃত্তিশিল্পী নীপমালা সাহা, আবৃত্তিশিল্পী স্বপ্না চক্রবর্তী, আবৃত্তিশিল্পী অনিষা রায়, আবৃত্তিশিল্পী তাছনিমাহ তুষ্টি, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মহাথির রাহমান, আবৃত্তিশিল্পী তনিমা ঢালী, আবৃত্তিশিল্পী আরিশা, আবৃত্তিশিল্পী লামইয়া মারজান, হাবিবা খাতুন প্রমুখ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, তৃপ্তিমোহন মল্লিক, আফিলউদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক নব কুমার ঢালী, সাংগঠনিক সম্পাদক কবি একোব্বর হোসেন।