জাতীয়

সাতক্ষীরায় নিষিদ্ধ নোট-গাইডের পক্ষে কথিত পুস্তক ব্যবসায়ী নেতাদের সুপারিশ

By Daily Satkhira

March 15, 2021

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ নোট গাইডের পক্ষে ব্যবসায়ীদের কাছে সুপারিশ করতে গিয়ে লাঞ্চিতের ঘটনা ঘটেছে। ১৫ মার্চ একই দিনে জেলার ৬টি উপজেলায় এধরনের ঘটনা ঘটে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুস্তক ব্যবসায়ীরা জানান।

জানা গেছে সম্প্রতি নিয়ম বর্হিভূতভাবে সাতক্ষীরায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সাতক্ষীরা শাখার কমিটি গঠন করা হয়। উক্ত নিয়ম বর্হিভূত কমিটির বিতর্কিত নেতারা কিছু বই কোম্পানির নিষিদ্ধ নোট গাইড বাজারের প্রচলনের জন্য মোটা অংকের অর্থ গ্রহণ করে। এরপর জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের উক্ত নোট গাইডগুলো প্রচলনের জন্য চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে ১৫ মার্চ সকালে কলারোয়া উপজেলায় জেলা কমিটির নেতৃবৃন্দ যান। সেখানে নোট গাইড প্রচলের দাবি জানালে স্থানীয়রা তাদের কে লাঞ্চিত করে উপজেলা ছাড়তে বাধ্য করেন। একইভাবে তালা ও আশাশুনি উপজেলায় গেলেও উপজেলার নেতৃবৃন্দ তাদের অসৎ উদ্দেশ্যে উপলদ্ধি করতে পেরে তাদের বিতাড়িত করেন।

এবিষয়ে পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবুর সাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।