আন্তর্জাতিক

ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি, জরুরি বৈঠকে মোদি

By Daily Satkhira

March 16, 2021

অনলাইন ডেস্ক : ভারতে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

ভারতে ফের করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণের রাজ্যগুলোতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম যাতে সবাই মেনে চলে, সেজন্য সব রাজ্যকে পুনরায় সতর্ক করবেন মোদি। মহারাষ্ট্রে লকডাউন এখন কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটিই হবে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।

বুধবার দুপুরে এই ভার্চুয়াল বৈঠকে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এছাড়া টিকাদান প্রক্রিয়া নিয়ে সরকারের পরবর্তী কৌশল কি হবে, সেটা নিয়েও কথা হবে।

দেশটিতে করোনায় দৈনিক মৃত্যু ১০০-এর নিচে নেমে এসেছিল। গত কয়েক দিনে তা ফের ১০০, কখনও ১৫০ ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও রোজ বাড়ছে।