নিজস্ব প্রতিনিধি : পাচারের সময় ৫৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, তালা উপজেলার জালালপুর এলাকর অরুণ চৌধুরীর ছেলে পবিত্র চৌধুরী ও একুই এলাকার রণজিৎ অধিকারীর ছেলে হৃদয় অধিকারী। তারা বহুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকলে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদুরে বিনেরপোতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বোতল ফেনসিডিল সহ পুলিশ তাদের আটক করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানিয়েছে, সদর উপজেলার আবাদর হাট এলাকা থেকে নিয়ে খুলনা মহাসড়ক দিয়ে মাদকের একটি চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনির, এএসআই জাকির ও এএসআই নির্মল কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৫৮ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়েছে। নিয়মিত মাদকের মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানানিয়েছেন তিনি।