প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ তাঁতী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাদ্য, শিক্ষামূলক বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কাজী মারুফের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে শুক্রবার বাদ জুম্মা সদর এতিমখানায় খাদ্য বিতরণ ও দুপুরের খাবারে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা তাঁতী লীগ পরিবার। পরবর্তীতে এতিমদের মাঝে বিভিন্ন শিক্ষামূলক বই ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকালে জেলা তাঁতী লীগ নেতৃবৃন্দ জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাদের কর্মসূচির সূচনা করেন। উক্ত খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতী লীগ সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সরিফুল ইসলাম রাজ, রেজোয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, বিকাশ চন্দ্র সরকার, সবুজ কুমার মন্ডল, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, প্রচার সম্পাদক জি এম আলমগীর হোসেন মিঠু আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত কুমার ঘোষ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী ও তাঁতী লীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মী বৃন্দ। এছাড়া সাতক্ষীরা জেলা তাঁতী লীগ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ২১ শে মার্চ আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বাকি কর্মসূচিগুলো পালন করবেন।