সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী নাট মন্দিরে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা অধ্যক্ষ সুকুমার দাশ, ডা: সুশান্ত ঘোষ, প্রফেসর ভূধর চন্দ্র সরকার, সত্যরঞ্জন ঘোষ, সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডল, এড. সোমনাথ ব্যানার্জি, দিলিপ চ্যাটার্জি, দাস সোনাতন চন্দ্র, জিতেন্দ্র নাথ ঘোষ, প্রচার সম্পাদক সঞ্জিব ব্যানার্জি, ডা: সুব্রত ঘোষ, নারায়ান মজুমদার, ড. দিলিপ কুমার দেব, দিবস রায়, বিশ^রূপ ঘোষ, দুলাল চন্দ্র শীল, নিত্য গোপাল রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন ও সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাশ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার এবং সভায় তা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। অডিট রিপোর্ট পেশ করেন অডিটর অসীম কুমার দাশ সোনা। আগামীতে মন্দিরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি