ভিন্ন স্বা‌দের খবর

এবার রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা

By Daily Satkhira

May 20, 2017

ভারতের কেরালা রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রূপান্তরকামীদের সুন্দরী প্রতিযোগিতা। আগামী ২৫ জুন কেরালার বন্দরনগরী কোচিতে জমকালোভাবে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

কেরালার রূপান্তরকামীদের সংগঠন ধওয়াহ আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আয়োজকরা বলছে, এই আয়োজন শুধু সুন্দরী খোঁজা নয়, সমাজে তৃতীয় লিঙ্গের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তির জন্যই এমন আয়োজন।

প্রতিযোগিতার জন্য এরই মধ্যে কোচি ও মালাবরের অডিশন থেকে ১৫ ও ১১ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।

প্রাথমিক পর্ব শেষে ২৭ জন প্রতিযোগী আগামী ২৩ মে থেকে কচিতে দুইদিনের চূড়ান্ত গ্রুমিংয়ে অংশ নেবে।

এরপর তাদের মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে এবং যিনি বিজয়ী হবেন তিনি ‘কুইন অব ধওয়াহ ২০১৭’ জিতবেন।

প্রতিযোগীরা খ্যাতনামা মেকাপ শিল্পী রেনজু রেনজিমারের অধীনে গ্রুমিং সেশনে অংশ নিয়েছিল।

টাইমস অব ইন্ডিয়াকে রেনজিমার বলেন, এই ধারণাটি রূপান্তরকামী মানুষদের আরো আত্মবিশ্বাসী করবে, সমাজের মূলধারায় তারা সক্রিয় হবে।

রূপান্তরকামীদের নিয়ে কাজ করা শীতল শ্যাম দ্য হিন্দুকে বলেন, আমাদের এই পদক্ষেপ রূপান্তরকামীদের সমাজের মূলধারায় যুক্ত করবে এবং কাজ খুঁজে পেতে তাদের সহায়তা করবে।