আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ‘এক হাজার’ ঘর

By Daily Satkhira

March 22, 2021

দেশের খবর : কক্সবাজারের উখিয়ায় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ‘এক হাজার’ বসত ঘর পুড়ে গেছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কক্সবাজারে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানিয়েছেন, সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরে। পরে আগুন ক্যাম্পটি সংলগ্ন ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত এক হাজার বসত ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রাণহানিসহ এড়াতে ক্যাম্পগুলো থেকে লোকজনকে অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সামছু-দৌজা বলেন, বিকেলে বালুখালীর ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের দুইটি ইউনিটের পাশাপাশি টেকনাফের দুইটি, কক্সবাজারের দুইটি এবং রামুর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।