কালিগঞ্জ

কালিগঞ্জে বাল্যবিবাহ মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা

By daily satkhira

March 23, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বাল্যবিবাহ মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবাব বিকেল ৫টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা তেঁতুলতলা মাঠ প্রাঙ্গণে এই বাল্যবিবাহ মুক্ত দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের অনুপ্রেরণায়, সোনার বাংলা যুব সংঘ ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রার উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্ঠিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, সোনার বাংলা যুব সংঘের সভাপতি আনিছুর রহমান, কিশোরী দলের সভাপতি হাজেরা ইসলাম প্রমুখ। উল্লেখ্য কালিগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষে তৎকালীন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির জন্য কমিটি গঠন করেন। এসময় উঠান বৈঠক, র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা, ও শপথ গ্রহণের মধ্যদিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের মাধ্যমে সরাসরি বাল্যবিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে জেল ও জরিমানা আদায় করেন। উপজেলা পর্যায়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৫ সালের ২৩ মার্চ বাংলাদেশ মধ্যে সর্বপ্রথম কালিগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে অনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান।