নিজস্ব প্রতিনিধি : নেশার টাকা না দেয়ায় স্ত্রী ও শ্বশুড়সহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদকাসক্তের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত এজাহার দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার মাছখোলা এলাকায়। সূত্রে জানা যায়, সদর উপজেলার মাছখোলা এলাকার মৃত জালাল উদ্দিন কাজীর ছেলে রমজান আলী কাজী (৩৫) এর সাথে সদর উপজেলার আব্দুস সামাদ সরদারের মেয়ে বিলকিছের বিয়ে হয়। বিয়ের পরে স্বামী রমজান আলী কাজী মাদকাসক্ত হওয়ায় নেশার টাকার জন্যে প্রায়ই স্ত্রী বিলকিছকে মারপিট করতো। স্ত্রী বিলকিছ নিজ বাড়িতে থাকায় গত শুক্রবার সকালে স্বামী রমজান ও তার ভাই রিয়াজ উদ্দিন কাজী সেখানে উপস্থিত হয়ে স্ত্রীকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারপিট করে। ফুফু শ্বাশুড়ি মর্জিনা তাকে ঠেকাতে গেলে তাকে ও শ্বশুড় আব্দুস সামাদ সরদারকে ব্যাপক মারপিট ও ভাংচুর করে। পরে ঘরের মধ্যে বাক্সে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও শ্লীলতাহানী করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে শ্বশুড় আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দাখিল করেছে।