কালিগঞ্জ

কালিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

By daily satkhira

March 24, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় ও সহযোগি সংস্থাসমূহের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ আবরার, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার শরিফুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার তপন কুমার মল্লিক, পাপিয়া রায়, ল্যাব পিও খুরশিদা আক্তার, জিনেক্সপাট পিও রুহুল আমিন প্রমুখ। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় বক্তারা বলেন, যক্ষা একটি সংক্রামক ব্যাধি। আগে বলা হতো যক্ষা হলে রক্ষা নাই। কিন্তু বর্তমানে সে কথার কোন ভিত্তি নেই, নিয়মিত চিকিৎসা করালে রোগ ভাল হয়। নিয়ম-নীতি না মানলে পাশে থাকা ব্যক্তিও এই রোগে সংক্রমিত হতে পারে।