নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাবাসীর আন্দোলন সংগ্রামের পর অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাবের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় কলেজের ২য় তলায় সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পিসিআরর ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে অনলাইন সংযুক্ত ছিলেন, জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডা. কাজী আরিফ আহমেদ, অর্থপেডিকস ডা. কামরুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. জাহিদ, ডা. হরষিত চক্রবর্তী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম প্রমুখ। নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু করা হয়েছে। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য: করোনা টেস্ট নিয়ে সাতক্ষীরাবাসী অত্যান্ত হয়রানির শিকার হচ্ছিলেন। নমুনা পাঠানোর এক সপ্তাহ পরেও রিপোর্ট পেতনা সাতক্ষীরাবাসী। যে কারণে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চসহ বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব আসলেও ত্রুটির কারনে স্থাপন করা হয়নি। ২৫ মার্চ ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। করোনা টেস্টের জন্য আর সাতক্ষীরাবাসীকে জেলার বাহিরে যাওয়া লাগবেনা। এতে সাতক্ষীরাবাসী হয়রানির হাত থেকে মুক্তি পাবে।