লাইফস্টাইল

বেশ কিছু আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি

By Daily Satkhira

May 20, 2017

নতুনরা ক্যারিয়ার গড়ুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরি চাই : নতুনদের আবেদন করার আহ্বান জানিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘জুনিয়র এক্সিকিউটিভ বা অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা : যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ লেভেল বা ও লেভেল পাস প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। কম্পিউটার চালনায় পারদর্শী এবং যোগাযোগে দক্ষ হতে হবে। আবেদন প্রক্রিয়া : কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ইমেইলের (sfbl-hr@squaregroup.com) মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ডাকযোগে আগ্রহী প্রার্থীরা আবেদন করুন ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তম ফ্লোর), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২’। আবেদন করা যাবে ২৫ মে, ২০১৭ পর্যন্ত। বিস্তারিত দেখে নিন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। অভিজ্ঞতা ছাড়াই মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ চাকরি চাই : ব্যাংকে চাকরি প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং অফিসার (এমও)’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। আবেদন প্রক্রিয়া : বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে ৩১ মে, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে। মানবাধিকার কমিশনে বিভিন্ন আকর্ষণীয় পদে নিয়োগ

চাকরি চাই : জাতীয় মানবাধিকার কমিশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতটি পদে নয়জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে। পদসমূহ : সহকারী পরিচালক (আইন), সহকারী পরিচালক (অভিযোগ পর্যবেক্ষণ ও সমঝোতা), চেয়ারম্যানের একান্ত সচিব, হিসাব রক্ষক পদে একজন করে, বেঞ্চ অ্যাসিস্টেন্ট পদে তিনজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (মুক্তিযোদ্ধা কোটা) একজন এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজন প্রার্থী নিয়োগ পাবেন। যোগ্যতা : সহকারী পরিচালক থেকে বেঞ্চ অ্যাসিস্টেন্ট পদ পর্যন্ত প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রথম তিনটি পদের জন্য প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। হিসাবরক্ষক পদপ্রার্থীর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বেঞ্চ অ্যাসিস্টেন্ট পদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন ও কম্পিউটারে টাইপে বিজ্ঞপ্তি অনুযায়ী গতিসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষতা থাকতে হবে। বয়স : আগামী ১৩ জুন, ২০১৭ পর্যন্ত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী নয় হাজার ৩০০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া : সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি জাতীয় মানবাধিকার কমিশন (www.nhrc.org.bd) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘সচিব, জাতীয় মানবাধিকার কমিশন, বিটিএমসি ভবন (নবম তলা), ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। আবেদন করা যাবে ১৩ জুন, ২০১৭ পর্যন্ত। বিস্তারিত দেখুন ২০ মে, ২০১৭ দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত বিজ্ঞাপনে। ল্যাবএইড গ্রুপে আকর্ষণীয় চাকরি

চাকরি চাই : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড গ্রুপ। ‘শপ ম্যানেজার- রিটেইল অ্যান্ড বুটিক শপ’ পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় সক্ষম হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া : সম্প্রতি তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত ইমেইলে (labaidhr@labaidgroup.com) অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘দ্য হেড অব হিউম্যান রিসোর্সেস, ল্যাবএইড গ্রুপ ১২, গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ঢাকা-১২০৫’। আবেদন করার সুযোগ থাকছে ২৬ মে, ২০১৭ পর্যন্ত। বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনে। ক্যারিয়ার শুরু করুন ব্র্যাক ব্যাংকে

চাকরি চাই : নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার রিলেশনস অফিসার, স্মল বিজনেস’ পদে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ফিন্যান্স, অর্থনীতি বা বিজ্ঞান, পরিসংখ্যান অথবা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সকল ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ৪ বা সমমানের ফলাফল প্রাপ্ত হতে হবে। সেলসে অভিজ্ঞতা থাকতে তা প্রার্থীদের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ঢাকার বাইরে গ্রাম্য এলাকায় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে। আবেদন প্রক্রিয়া : প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে ২৮ মে, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।