সাতক্ষীরা শহর এখন ধুলার দখলে। এত ধুলা এক জীবনে খুব কমই খেয়েছি। ধুলা নিয়ে আঞ্চলিক ছড়া। ছড়াটি আজ নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন প্রখ্যাত ছড়াকার আহমেদ সাব্বির।
ধুলোর ছড়া আহমেদ সাব্বির
আঙ্গা বাড়ি সাতখিরে খাইনে রুটি ভাত চিড়ে কোর্মা পুলাও গোস্তো না ভেটকি ভাঙান? দোস্তো না বাদদে ইলিশ বাগদা রুই এট্টা জিনিসি খাই শুদুই। রাস্তা ঘাটে সস্তা রেট ধুলো খেয়ি ভোরাই পেট।
২ শকুর বাড়ি যাচ্চিলাম ছিদেম ধুলো খাচ্ছিলাম ধুলো খেয়ি ফুল্লো পেট হারাই শকুর বাড়ির গেট কই শাকুরি কই শকুর চিৎ হয়ি দেকি আলিপুর!
৩ আল্লারে ও আল্লারে বউ যেতিছে পাল্লারে আমি বলি- ও বউ থাম ফেস পাউডার অনেক দাম তারচে শহর দেকি আয় এট্টু ধুলো মেকি আয় মুখ চাবালি গোলায় গায় ধুলোর মেকাপ ফাও টাকায়।
৪ খাল কাটলি কুমির আসে লেপ কাটলি তুলো পেট কাটলি পাওয়া যাবান হ্যাত্তো খানিক ধুলো।
ভাতে ধুলো পানিত ধুলো ধুলো জামা জুতোয় শ্যামনগরের ধুলো গায়েব পরিস্কারের গুঁতোয়।