সাতক্ষীরা

২৫ মার্চ গণহত্যা দিবস কালরাত্রি স্মরণে সাতক্ষীরা জেলা পরিষদের মোমবাতি প্রজ¦লন

By daily satkhira

March 25, 2021

নিজস্ব প্রতিনিধি : ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ২০০ মোমবাতি প্রজ¦লন করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এ মোমবাতি প্রজ¦লন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের মহিলা সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো. আসিফ এহসান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। ঐতিহাসিক ২৫শে মার্চ মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’ ও জাতীয় ‘গণহত্যা দিবস’। গভীর বেদনায় প্রতিবছর এ দিনটি স্মরণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহিদ আর প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২০০ মোমবাতি প্রজ¦ালনের মাধ্যমে স্মরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।