কালিগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ‘লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আ‘লীগ কার্যালয় থেকে ব্যান্ড বাদ্য বাঁজিয়ে বর্ণাঢ্য র্যালি ফুলতলা মোড় ঘুরে খাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুারালের পাদদেশে যেয়ে শেষ হয়।
পরে উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি‘র সভাপতিত্বে ও যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল বাবলু ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুর সবুরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন ও সজল মুখার্জি, উপজেলা আ‘লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবে ভারতের প্রধানমন্ত্রীসহ ৮টি দেশের রাষ্ট্র প্রধানরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশে এসেছে। তাদেরকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধীরা দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে চক্রান্ত করছে। যে কোন অপশক্তি ও চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ আ‘লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দাঁতভাঙ্গা জবাব দেবে। কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সাংগঠনিক ভীত মজবুত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।