কালিগঞ্জ

কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

By Daily Satkhira

March 26, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল শুক্রবার প্রতুষ্যে কালিগঞ্জ থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্য্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পাতাকা উত্তোলন, সকাল ৭টায় সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্থম্ভে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পক্ষে অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পুল্টুসহ কমিটির সদস্যবৃন্দ, কাঠুনিয়া রাজবাড়ি কলেজের পক্ষে উপাধ্যক্ষ অলিউল্লাহ, সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সরকারী কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, ফায়ার সার্ভিস, সুশীলন, বন্ধু কল্যান সমিতি, কালিগঞ্জ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এসময় অনুষ্ঠান পরিচলনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

সকাল সাড়ে ৭টায় মহৎপুর সরকারী কবরস্থান জিয়ারত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ বীরমুক্তিযোদ্ধাগন, সাংবাদিক ও সূধি ব্যাক্তি। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অফিসার ইনচর্জ দেলোয়ার হুসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। প্যারেড গ্রাউন্ডে উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে অতিথিবৃন্দ সালাম গ্রহন করেন। পরে করে থানা পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুলের স্কাউটস, গালর্স ইন স্কাউটসের নেতৃত্বে মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা এবং মার্চপাস্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, কনিকা সরকার ও সুকুমার দাশ বাচ্চু।