সাতক্ষীরা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা

By Daily Satkhira

March 26, 2021

প্রেস বিজ্ঞপ্তি : আজ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করছি। বঙ্গবন্ধু জন্মশতবর্ষকে সামনে রেখে এই মহেন্দ্রক্ষনকে আমরা সোনার বাংলা গড়তে চাই। আর সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন করে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়েছেন। বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এ কতা বলেন। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম। প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দিবস উৎযাপন কমিটির আহবায়ক হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যাণার্জি, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়। সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাহানা মহিদ, নাজমুন আসিফ মুন্নী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, মাছুদুর জামান সুমন, দিলীপ কুমার দেব, মনিরুল ইসলাম মনি, আমিনুর রশিদ, হাফিজুর রহমান মাছুম, আসাদুজ্জামান, সাপ্তিাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মো: আবুল কালাম, এম রফিক, শহিদুল ইসলাম, স.ম তাজমিনুর রহমান টুটুল, খন্দকার আনিসুর রহমান, এসএম রেজাউল ইসলাম ডা: মহিদার রহমান, গোপাল কুমার মন্ডল, মীর আবু বক্কর, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী মেহেদী আলী সুজয়, মো: বেলাল হোসাইন, এসকে কামরুল হাসান, আয়ুব হোসেন রানা, প্রেসক্লাব সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিকস মিডিয়ার সাংবাদিক, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।