জাতীয়

বাংলাদেশে হঠাৎ ফেসবুক ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা

By Daily Satkhira

March 26, 2021

অনলাইন ডেস্ক : হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। ফেসবুক ব্রাউজ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেকেই, একই সঙ্গে মোবাইলফোনে ইন্টারনেট স্পিড খুবই কম। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ফেসবুক ব্যবহার করতে না পারার তথ্য আসছে। যদিও এ সমস্যার কোনো কারণ এখনও জানা যায়নি।

ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনও কখনও পোস্ট দেওয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খান বলেন, কি কারনে ফেসবুক ও ইন্টারনেটে এমন হচ্ছে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।