সাতক্ষীরা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আবৃত্তি প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ‘দিঘী’ আবারও সেরা

By daily satkhira

March 27, 2021

প্রেস বিজ্ঞপ্তি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে আবারও সেরা প্রতিযোগি নির্বাচিত হয়েছেন ক্ষুদে আবৃত্তিকার সাফানা ফারদিন দিঘী। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগি আবৃত্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শুক্রবার রাত ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কেস্থ মঞ্চে আনুষ্ঠানিক ভাবে দিঘীর হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা শিশু একাডেমির কর্মকর্তারা। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক শুভ্র আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কণ্ঠশিল্পী শামিমা পারভিন রত্মা, বিশিষ্ট কবি দীলরুবা রোজ ও সাতক্ষীরার বিশিষ্ট আবৃত্তিকার ফারুকুজ্জামান ডেভিট। সাফানা ফারদিন দিঘী ইতোপূর্বে জেলা পর্যায়ের একাধিক আবৃত্তি প্রতিযোগিতায় সেরা আবৃত্তিকার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। সে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বর্ণমালা একাডেমির একজন নিয়মিত শিক্ষার্থী। অসাধারণ প্রতিভার অধিকারী দিঘী সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান ও প্রভাষক সেলিনা সুলতানা লিপির মেয়ে।