জাতীয়

হেফাজতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

By Daily Satkhira

March 28, 2021

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে প্রাণহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

হেফাজতের দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (২৯ মার্চ) সারাদেশে দোয়া মাহফিল ও শুক্রবার (৩০ মার্চ) সারা দেশে বিক্ষোভ।

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।