দেবহাটা ব্যুরো: শিক্ষার মান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল অর্জনে পিতা-মাতার করণীয় বিষয়ক মতবিনিময় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সখিপুর মাধ্যমিক দিব্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করতে শনিবাার বেলা ১২টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়ে। মতবিনিময় সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামাননের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল ও আব্দুল করিম, মিনতি রানী মন্ডল, শিক্ষক ইয়াকুব আলী, বাবু প্রদীপ কুমার মন্ডল, তৈহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় ছাত্র-ছাত্রীদের পড়ার রুটিন এবং কোন সময়ে কি করনীয় সে সম্পর্কে ধারনা প্রদান করা হয়। প্রতিটা পরিবার থেকে তাদের সন্তান স্কুলে যাচ্ছে কি না এবং সঠিক ভাবে পড়া লেখা করছেন কিনা খোঁজ নিতে বলেন। মতবিনিময় সভায় অভিভাবকদের পক্ষ থেকে সরাসরি প্রশ্নের উত্তর প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফারুক হোসেন রতন।