আন্তর্জাতিক

পাকিস্তানি সাময়িকীর প্রচ্ছদে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, বাংলাদেশ নিয়ে ৭ প্রবন্ধ

By Daily Satkhira

March 29, 2021

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত হয় সাউথ এশিয়া নামের এই সাময়িকীটি। ১৯৭৭ সাল থেকে প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে এটি। প্রথমে এটির নাম ছিল থার্ড ওয়ার্ল্ড। এরপর ১৯৯৭ সালে নাম বদল করে রাখা হয় সাউথ এশিয়া। পত্রিকাটির মার্চ সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সাময়িকীটির প্রচ্ছদের ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজের জমিনে ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

সাময়িকীটির মার্চ সংখ্যাটি সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে। সাতটি নিবন্ধ স্থান পেয়েছে এখানে।

ইংরেজি ভাষায় লেখা এই প্রবন্ধগুলোর প্রথমটা লিখেছেন ড. ফরিদা খান। তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। তিনি তাঁর প্রবন্ধের নাম দিয়েছেন ‘টেকিং স্টক’।

এর পরের প্রবন্ধেটির নাম ‘লাইফ বিগিনস অ্যাট ৫০’। এটি লিখেছেন পাকিস্তানের সাবেক সিনেটর জাভেদ জব্বার। তিনি একজন লেখক, প্রাক্তন সিনেটর এবং ফেডারেল মন্ত্রী।

তৃতীয় প্রবন্ধটি লিখেছেন ডা. আহরার আহমদ। তার প্রবন্ধের নাম ‘প্লিজেন্ট সারপ্রাইজ’। চতুর্থ প্রবন্ধটির নাম ‘ফাস্ট ট্র্যাক’। এটি লিখেছেন মাজেদ আজিজ। পঞ্চমটি লিখেছেন, ডানকান বার্টলেট। নাম দিয়েছেন ‘ম্যালাইস টুওয়ার্ডস নান?’

ষষ্ঠ প্রবন্ধটির নাম ‘ডেভেলপমেন্ট মিরাকল’। লিখেছেন, বিরুপাক্ষ পাল। সপ্তমটি লিখেছেন আসিফ জাবেদ। নাম দিয়েছেন, ‘ইকোনমিক সলিউশন’।

পড়তে পারবেন এই লিংকে : http://www.southasia.com.pk/category/cover-story/