সাতক্ষীরা

দৌলতপুর ভূগর্ভস্থ বারিড পাইপ সেচ নালা প্রদর্শনীর মাঠ দিবস

By daily satkhira

April 01, 2021

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভূ-গর্ভূস্থ বারিড পাইপ সেচ নালা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় দৌলতপুর পূজা ম-পের পাশে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদ। প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সদর কৃষিবিদ প্লাবনী সরকার, কাউন্সিলর অনীমা রানী মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যানার্জী ও বিশ^জিত দাশ। বারিড পাইপ প্রদর্শনীর উদ্দেশ্য ভূ-গর্ভস্থ সেচ নালার মাধ্যমে পানির অপচয় কমিয়ে সেচ দক্ষতা বৃদ্ধি, সেচ খরচ কমানো, সেচ এলাকা সম্প্রসারণ করা। প্রধান অতিথি উপস্থিত কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে বলেন, বারিড পাইপের সুবিধা ভোগী কৃষকদের পাশাপাশি সকলকে সরকারী ভূর্তুকী মূল্যে যান্ত্রিকীকরনের সহায়তা গ্রহণ করা এবং নতুন নতুন প্রযুক্তি গ্রহন ও বাস্তবায়ন করা। সর্বপরি চলতি বোরো মৌসুমে পাকা ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কেটে মাড়াই, ঝাড়াই ও বস্তা ভরার সুযোগ রয়েছে। এ ধরনের আধুনিক প্রযুক্তি গ্রহণের উদাত্ত আহ্বান। উক্ত মাঠ দিবসে স্থানীয় ৬০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলাই উপস্থিত সকলকে উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে সচেতনা থাকার আহ্বান জানান। এছাড়া বৈকারী ইউনিয়নের মৃগিডাঙ্গা মাঠে জিকেবিএসপি প্রকল্পের রসুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।