অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে আজ খুশির দিন। ২০০০ সালে পুরুষ দল টেস্ট মর্যাদা পাওয়ার ২০ বছর পর আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট মর্যাদা দিয়েছে আইসিসি। সেইসঙ্গে টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দল। এখন প্রশ্ন হলো, বাঘিনীরা তাহলে কবে অভিষেক টেস্ট খেলতে নামবেন?
আসলে তাৎক্ষণিকভাবে এই প্রশ্নের সঠিক জবাব দেওয়া কঠিন। তবে বিসিবির সূত্রগুলো বলছে, আগামী ২০২২ সালেই বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা হয়ে যাবে। এখন প্রতিপক্ষ নির্ধারণের পালা। এখন পর্যন্ত বিশ্বের ১০টি নারী ক্রিকেট দল টেস্ট খেলেছে।অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, এবং আইসিসির দুই সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর সে বছরের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। শচীন-সৌরভ-দ্রাবিড়দের দুর্দান্ত ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৪০০ রান। প্রথমবার টেস্ট খেলতে নেমে ১৪৫ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ রানে অল-আউট হওয়ায় বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।