আন্তর্জাতিক

প্রথমবার ভারতে এক দিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

By Daily Satkhira

April 05, 2021

বিদেশের খবর : ভারতে করোনায় এক দিনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনায় আক্রান্তের হদিশ পাওয়ার পর থেকে এই সংখ্যা এক দিনে সর্বাধিক। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় এক লাখ তিন হাজার ৫৫৮ আক্রান্ত শনাক্ত হয়েছে।

এতদিন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড ছিল গত বছরের ১৬ সেপ্টেম্বরের দখলে। গত বছর ওই সময় ভারতে করোনার সংক্রমণ তুঙ্গে ছিল। টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী সংক্রমণের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর ৯৭ হাজার ৮৯৪ জন করোনায় আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। তবে এরপর থেকে ক্রমেই নিম্নমুখী হচ্ছিল সেই সংখ্যা।

কিন্তু, চলতি বছর আক্রান্তের সংখ্যাটা আবারও বাড়তে শুরু করেছে। সেই রেশ ধরে এপ্রিলের প্রথম সোমবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারতে সক্রিয় আক্রান্তের বোঝাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় এক লাখের বেশি নতুন আক্রান্তের জেরে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা আবারও সাত লাখের গণ্ডি পেরিয়েছে। ওই সময়ের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ হাজার ২৩৩। এর ফলে ভারতে এখন সাত লাখ ৪১ হাজার ৮৩০ জনের শরীরে করোনা আছে।

তবে, গত ২৪ ঘণ্টায় সুস্থ করোনা রোগীর সংখ্যা নেহাত কম হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার ৮টা পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ৫২ হাজার ৮৪৭ জন। ফলে সার্বিকভাবে করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৬ লাখ ৮২ হাজার ১৩৬ জনে। শতাংশের বিচারে যা ৯৩ দশমিক ১৪।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর যখন দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি ছিল, সেদিন করোনায় প্রাণহানি হয়েছিল প্রায় এক হাজার ৩০০ জনের। তবে আজ সোমবার আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সেই সময়ের চেয়ে কম আছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৭৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ১০১।