তালা

তালায় লকডাউন অমান্য করায় ৩৮টি মামলা, ৭০ হাজার টাকা জরিমানা

By Daily Satkhira

April 06, 2021

হাসান আলী বাচ্চু : করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে যত্রতত্র ঘোরাফেরা ও দোকান-পাট খোলা রাখার দ্বায়ে তিন দিনে ৩৮ টি মামলা ও ৭০ হাজার ৬০০শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারনে সীমিত পরিসরে দোকান-পাট খোলা ও যত্রতত্র ঘোরাফেরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে এ অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান।

অভিযানে গত রবিবার ১০টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা,গত সোমবার ১৮ টি মামলা ও ২৫ হাজার ১০০ টাকা জরিমানা ও মঙ্গলবার টি মামলা ১০টি ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ,স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।