সাতক্ষীরা

সাতক্ষীরায় মহিলা মেম্বরকে মারপিটের ঘটনায় আ’লীগ নেতা বিরুদ্ধে মামলা

By daily satkhira

April 06, 2021

নিজস্ব প্রতিনিধি: ধুলিহরে মহিলা মেম্বরকে মারপিটের পরদিন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত রবিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাছারী পাড়া এলাকার মৃত. শেখ আনোয়ার হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা শেখ বোরহান উদ্দীন (৫০) মহিলা মেম্বর রাবেয়া সুলতানাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় মারপিটে করে। এসময় তার ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা জোর পূর্বক নিয়ে নেয়। এসময় বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ক্ষতিসাধন করে। তাকে শ্লীলতাহানী ঘটায় ও বিভিন্ন হুমকি প্রদানও করা হয়। পরে মহিলা মেম্বর রাবেয়া সুলতানা বাদী হয়ে ওইদিনই সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এ ঘটনায় মহিলা মেম্বর বাদী হয়ে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে এজাহার জমা দিলে পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে পরবর্তীতে মামলা করে। যার মামলা নং- ১৬, তারিখ- ০৫/০৪/২০২১। এদিকে, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলার ঘটনা জানাজানি হওয়ার পর ধুলিহরের সংখ্যালঘু পরিবারসহ ভূক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুপরিবারের সদস্য ব্রক্ষরাজপুরের বিরেন পালের ছেলে সুজন পাল, তেতুলডাঙ্গার দিলীপ সহ বিভিন্ন ব্যক্তিদের মারপিট সহ একাধিক অভিযোগ আছে।