বিনোদন ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী।
গত ৫ এপ্রিল করোনা পরীক্ষা করেন তিনি। ফলাফল পজিটিভ আসে। এদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, ‘উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করতে দেন ম্যাডাম। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’
অভিনেত্রী কবরী বলেন, খাবারের স্বাদ পাচ্ছি না, তাই একটু অস্থির লাগছে। একই সঙ্গে শরীরে ব্যথাও আছে। জ্বর নেই। হাসপাতালে ভর্তির পর থেকে অবস্থা মোটামুটি ভালো।
সম্প্রতি ‘এই তুমি সেই তুমি’ নামের নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন কবরী। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছেন তিনি।
১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন এই অভিনেত্রী।