প্রেস বিজ্ঞপ্তি : রবিবার পিস কনসোর্টিয়াম, বাংলাদেশ বাস্তাবয়নে অগ্রগতি সংস্থা’র আয়োজনে ফুলবাড়ি বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ জ্ঞান, বিতর্ক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লায়লা পারভীন সেজুতি’র সভাপতিত্বে অনুষ্ঠেয় ক্রীড়া প্রতিযোগিতায় ১৫+ সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। যার মধ্যে বালিকাদের জন্য চেয়ার সিটিং, ভারসাম্য দৌড়, সূচে সুতা পরানো এবং লাফ দড়ি এবং বালকদের জন্য দীর্ঘ লাফ, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, মোরগ লড়াই ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দলীয় প্রতিযোগিতার মধ্যে বালকদের জন্য ক্রিকেট খেলা এবং বালিকাদের জন্য ফুটবল ও রসি টানাটানি। এছাড়া দ্বিতীয় পর্বে সাধারণজ্ঞান প্রতিযোগিতায় মোট ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে যাদের মধ্যে থেকে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে পক্ষে ও বিপক্ষে মোট ৬ জন অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা ও চরমপন্থার বিপক্ষে সচেতনতা সৃষ্টি করে’’। “শান্তির স্বপক্ষে তরুণÑ যুবরা ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানকে সামনে নিয়ে পিস কনসোর্টিয়াম প্রকল্প সাতক্ষীরা জেলাব্যাপী একটি অহিংস ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। কারণ আমাদের সমাজ থেকে সহিষ্ণুতা ও সহনশীলতা কমে যাচ্ছে। হিংসা-দ্বেষ বাড়ছে। উগ্রতা ছড়াচ্ছে কিশোর-কিশোরী, তরুণ-যুবদের মাঝে। তারা বিভ্রান্ত হচ্ছে। হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে। উগ্রবাদ চরমপন্থার কবলে পড়ে ‘মানব বোমায়’ পরিণত হয়ে ধ্বংস করছে, ধ্বংস হচ্ছে। এই পরিস্থিতিতে একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে সম্প্রীতি গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্প আয়োজন করছে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ-যুবদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলেই কেবল উগ্রতা, সহিংসতার বিপরীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হবে সমগ্র অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন।