জাতীয়

প্রাপ্তবয়স্ক ‘শিশু’ বক্তা রফিকুল মাদানীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

By Daily Satkhira

April 14, 2021

অনলাইন ডেস্ক : প্রাপ্তবয়স্ক হলেও  ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে অশ্লীল পর্নো ভিডিও পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনের ফরেনসিক বিশেষজ্ঞের মতামত পাওয়া গেছে। বিশেষজ্ঞের মতে মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট বা অশ্লীল পর্নো ভিডিও পাওয়া যায়। তিনি পর্নোগ্রাফি ভিডিও নিয়মিতই দেখতেন। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার পূর্বের মামলার সঙ্গে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।’

মোহাম্মদ ইলতুৎমিশ আরও জানান, জেলহাজতে থাকা রফিকুলের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে। ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় মামলা করে র‌্যাব-১ এর ডিএডি আবদুল খালেক। মামলা নং ৫, তারিখ ০৮/০৪/২০২১।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে রয়েছেন।

তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।