সাতক্ষীরা

সাতক্ষীরায় মোবাইলে কোর্টের অভিযানে ৯০টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা

By daily satkhira

April 14, 2021

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারা দেশে জারিকৃত বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। ১৪ এপ্রিল, ২০২১ তারিখে পরিচালিত মোট ১৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৯০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮৫ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২৯ মার্চ ২০২১ তারিখে জারিকৃত ‘প্রজ্ঞাপন’ এর পর থেকে আজ পর্যন্ত পরিচালিত মোট ১২৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৭৪০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৭ লক্ষ ৮৯হাজার ২০০ পঁঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।