শিক্ষা

সাতক্ষীরায় ‘পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়’র দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

May 21, 2017

প্রেস বিজ্ঞপ্তি : রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ এ্যান্ড সংলগ্ন ক্যাপ্টেন শাহাজান মাস্টার চত্ত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আয়োজনে “পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আহবায়ক মুনসুর রহমানের সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য খোকন,কামরুল। মানববন্ধনে উপস্থিত ছিলেন আশরাফুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ইয়ার আলী, কবির, ফিরোজ প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরায় কৃষিকাজে নিয়োজিত শ্রমজীবী মানুষের সংখ্যা বেশী। তাই ‘পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপিত হলে সাতক্ষীরা তথা বাংলাদেশের সকল জেলার ছাত্র/ছাত্রীরা সুতীক্ষè দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বক্তারা আরো বলেন, অবিলম্বে সাতক্ষীরায় দ্রুত ‘পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে’র জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ভূমিমন্ত্রী সহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। সমগ্র মানববন্ধন পরিচালনা করেন প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সদস্য ওমর ফারুক বিপ্লব।