শ্যামনগর

শ্যামনগর হিন্দু পল্লীতে বাড়ি-ঘর ও প্রতিমা ভাঙচুর: পরিদর্শনে এমপি জগলুল

By daily satkhira

April 15, 2021

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় হিন্দু পল্লীতে জখম, লুটপাট, প্রতিমা ভাঙচুর, অগ্নি সংযোগ, মারপিট নারী পুরষ সহ আহতদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে সংসদ সদস্য সাতক্ষীরা ৪ এস এম জগলুল হায়দার। ১৩ ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দিকে এই হামলার ঘটনা ঘটে। উত্তর কদমতলা গ্যারেজ এলাকার শ্রীপদ মন্ডলের প্ত্রু পল্লব মন্ডল (১৯) ৭/৮ টা মটর সাইকেলে লোকজন নিয়ে এসে সন্ধ্যায় সন্ত্রাসী হামলা চালায়।

হামলায় ২ টি বসতি ঘর ও দুই মন্দিরের প্রতিমা ভাংচুর সহ টিভি, ল্যাপটপ, মোবাইল সাইকেল নিয়ে যায়, স্থানীয়়রা জানান পল্লব ও আকবর মেম্বরের যোগসাজেশে পার্শ্ববর্তী ইউনিয়ন ঈশ্বরীপুরের আলীম বাহিনীর এই হামলা চালায়। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা হওয়ায় ঘটনায় ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। হামলার স্বীকার হওয়া ব্যক্তিদের শান্তনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রভাষক মোশাররফ হোসেন।