রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার মামলাটি দায়ের করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। মামলাটি আমলে নিয়ে ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার। আদালতের বেঞ্চসহকারী আশিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক রকিব ও মোস্তাফিজ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ মে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। বাদী দিতে অসম্মতি জানানলে আসামিরা তাকে মারধর করেন এবং পেন্ডিং মামলায় জড়ানোর হুমকি দেন। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।