ফিচার

সাতক্ষীরায় দ্বিতীয় দিনের লকডাউনে ঢিলেঢালা ভাব, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

By Daily Satkhira

April 15, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে কেটে গেল দ্বিতীয় দিনের লকডাউন। মানা হচ্ছে না তেমন কোন সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার সকাল থেকে প্রধান প্রধান সড়কগুলোতে ইজিবাইক, ভ্যান, রিকশা. প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযানে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী চলাচল করতে দেখা গেছে।

লকডাউনের প্রথম দিন বুধবার শহরের অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও আজ তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। শহরব্যাপী জনসমাগম বেড়েছে। একই সাথে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে ছিল না কোন মাস্ক। যদিও শহরের প্রাণকেন্দ্রগুলিতে জরুরি ওষুধ ও মুদি দোকান বাদে অন্যান্য প্রায় সব দোকানপাট বন্ধ ছিল।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯০ টি মামলায় ৮৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।