কালিগঞ্জ

কালিগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

By daily satkhira

May 21, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউপি সদস্য সাইলুজ্জামান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় চাম্পাফুল ইউনিয়নের কালিবাড়ি বাজারে হঠাও সন্ত্রাসী বাঁচাও দেশ, শ্লোগানে বহিরাগত সন্ত্রাসীদের ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে কালিবাড়ী বাজারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য ঠাকুর দাশ সরকার, ৪ নং ওয়ার্ড সদস্য আবু বক্কার গাইন, সংরক্ষিত ইউপি সদস্য রাধারানী অধিকারী, রাফেজা খাতুন, ১ নং ওয়ার্ড সদস্য গোলাম কায়েস, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুস সত্তার, ৬ নং ওয়ার্ড সদস্য আবু বক্কার সরদার ও সন্ত্রাসী হামলার শিকার ২ নং ওয়ার্ড সদস্য সাইলুজ্জামান খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আশাশুনি এলাকার কদমদহ গ্রামের সবুর গাজীর পুত্র আক্তার হোসেন (১৪) ও একই গ্রামের হাফিজুল ইসলামের পুত্র হাসান (১৫) দীর্ঘদিন যাবৎ চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি খা পাড়া গ্রামের স্কুল ছাত্রীদের উপর ইভটিজিং ও মাদক দ্রব্যের সাথে জড়িত থাকায় এলাকাবাসী তাদের কে আটক করে ইউপি সদস্য সাইলুজ্জামানের কাছে নিয়ে যায়। এসময় ইউপি সদস্য ২ বখাটে দের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে তাদের ইন্ধনে আশাশুনি এলাকার নবাব ওরফে নফা ও খোকন ডাকাতের নেতৃত্বে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা করা হয়। বক্তারা সন্ত্রাসী হামলার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।