‘বাহুবলি’র ব্যাপক সাফল্যের পর পৌরাণিক কাহিনীভিত্তিক ছবি নির্মাণের দিকে ঝুঁকছেন দক্ষিণের অনেক নির্মাতাই। তারই ধারাবাহিকতায় সুন্দর সি’য়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পৌরাণিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘সংঘমিত্র’। বলা হচ্ছে, বাহুবলিকে টেক্কা দেবে এই ছবি। সে জন্যই বোধ হয় পরিচালক বেছে নিলেন বিশ্বের অনন্য চলচ্চিত্র উৎসবটিকেই। এনডিটিভির খবরে প্রকাশ, শ্রুতি হাসান অভিনীত চলচ্চিত্রটির আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।
২৫০ কোটি রুপি বাজেটের ছবিটি বাহুবলির মতই দুই খণ্ডে নির্মিত হবে। দুই খণ্ডের এই মহাকাব্যিক ছবির প্রযোজনায় থাকছে থেনাডাল স্টুডিও। শ্রুতি হাসান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ম রবি ও আয়রা। সংগীতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এ আর রহমান। ছবিটি নিয়ে জাঁকজমকের মাত্রা দেখে অনেকেই ধারণা করছেন, এই ছবি ‘বাহুবলিকে’ও ছাড়িয়ে যেতে পারে। আসলেই কি তাই? বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ এপ্রিলের ২৮ তারিখ পর্যন্ত আয় করেছে প্রায় দেড় হাজার কোটি রুপি।
এদিকে, ‘সংঘমিত্র’ ছবিটি নিয়ে তিন বছর ধরে কাজ করছেন পরিচালক সুন্দর সি। ১৮ শতকের তামিল ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। ছবিটি নিয়ে পরিচালক বলেন, ‘এ ছবি বিনোদনমূলক হবে। ছবিটি নির্মাণের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এক দশক ধরে ছবিটি নির্মাণের পরিকল্পনা আমার মাথায় ঘুরছে। আমি শুধু অপেক্ষা করছিলাম সঠিক বাজেট এবং যথাযথ প্রযুক্তির। এ সময় এখন চলে এসেছে। আমি নিশ্চিত হতে চেয়েছিলাম, যাতে বিশাল এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে আমি সুবিচার করতে পারি।’
ছবিটি নিয়ে সুন্দর আরো বলেন, “‘সংঘমিত্র’ রাজমৌলী পরিচালিত ভিএফএক্সে ব্লকবাস্টার ‘বাহুবলিকে’ও ছাড়িয়ে যাবে। ‘বাহুবলি’ দক্ষিণের চলচ্চিত্রকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। আর আমি মনে করি, ‘সংঘমিত্র’ দক্ষিণের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে।”
দক্ষিণ ভারতে পরিচালক হিসেবে বেশ সুনাম রয়েছে সুন্দর সি’য়ের। রজনীকান্তকে নিয়ে ‘অরুণাচলম’ ও কামাল হাসানকে ‘আনভি শিবাম’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। তবে বিগত কাজ নিয়ে মাথা ঘামাতে নারাজ এই পরিচালক। তিনি বলেন, “আমি এত দিন আপনাদের যেসব ছবি উপহার দিয়েছি, তা থেকে এই ছবিটি যোজন যোজন দূরে। ‘সংঘমিত্র’ আমার পরিচালনা জীবনের সেরা ছবি হতে যাচ্ছে।”
২০১৮ সালের শেষের দিকে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।