আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩ লক্ষ, মৃত্যু ২ হাজার

By Daily Satkhira

April 21, 2021

বিদেশের খবর : নভেল করোনাভাইরাসে একদিনে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। এই সময়ে দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৪২ জন এবং মৃত্যু হয়েছে দুই হাজার ২৩ জনের। দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যায় এটি এখন সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বুধবার জানায়, করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫৩ জনের।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্য ফের কড়াকড়ি জারি করেছে। লকডাউন জারি করেছে নয়াদিল্লি রাজ্য সরকার। দিল্লিতে চার ও পাঁচতারকা হোটেলকে করোনা হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

টিকা প্রদানের আরো বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটি তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক-ভি’র জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তারা উৎপাদন করবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৪৫৬ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় মারা গেছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৭৯৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ২১৩ জন।