ফিচার

কৃষকের এক একর জমির ধান কাটলেন দুই নারী এমপি

By Daily Satkhira

April 24, 2021

ভিন্ন স্বাদের খবর : সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের এক একর জমির ধান কেটে দিয়েছেন দুই নারী সংসদ সদস্য।

শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দেখার হাওরে মাথায় ছাতা, গলায় গামছা পেচিয়ে একযোগে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধান কাটতে শুরু করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

ধানকাটা শেষে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী কৃষকের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াইসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-২ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।