জাতীয়

খুলনা-সাতক্ষীরাসহ দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে

By Daily Satkhira

April 24, 2021

দেশের খবর : দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বর্তমানে দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে ফের বাড়ছে গরম।

আজ শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস।