আজকের সেরা

পুলিশি হয়রানির প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ভোমরা বন্দরের ব্যবসায়ী সংগঠনগুলোর স্মারকলিপি প্রদান

By Daily Satkhira

May 22, 2017

অপ্রতিম : ভোমরা স্থলবন্দরের সি এন্ড এজেন্টস্ এসোসিয়েশনের কাস্টমস্ বিষয়ক যুগ্ম সম্পাদক দীপংকর ঘোষকে অন্যায়ভাবে যশোর ডি.বি ও.সি ইমাউল হক ও এস.আই লুৎফার রহমান কর্তৃক হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের নিকট স্মারকলিপি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত এক যৌথ সভা এসোসিয়েশনের নিজস্ব অফিস ভবনে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব আলহাজ্জ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু। ভোমরাস্থ সকল সংগঠনের যৌথ সভায় এ ঘটনায় মহাপুলিশ পরিদর্শক বরাবর পত্র প্রেরণ এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের ব্যবস্থা, অন্যায়ভাবে আর কোন বন্দর সংশ্লিষ্ট নিরীহ ব্যবসায়ীদের যদি এরূপ ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে সকল ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে এবং উক্ত ঘটনায় প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করতে হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। এসংশ্লিষ্ট স্মারকলিপিতে যা উল্লেখ করা হয়েছে : গত ১৭/০৫/১৭ খ্রি: তারিখ রোজ বুধবার যশোর ডি.বি কর্তৃক পাল বাড়ি মোড়ে আনুমানিক বিকাল ৬ ঘটিকায় মাইক্রোবাস ৮৫৮৫ নং থেকে এস আই লুৎফার রহমান দীপংকর ঘোষকে সম্পূর্ন অন্যায়ভাবে চোঁখ বেঁধে ডি. বি কার্যলয়ে নিয়ে যায়। ডি.বি ও.সি জনাব ইমাউল হক সাহেবের সাথে আলাপ করে দীপংকর ঘোষের সাথে থাকা লোকজনের নিকট ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা দাবি করেন। অন্যথায় তাকে সোনা চোরাকারবারী, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মামলা জড়িয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করেন। উল্লেখ্য, এস আই লুৎফার রহমান ইতিপূর্বে সাতক্ষীরা জেলা ডি.বি কার্যালয়ে কর্মরত ছিলেন।

এমতাবস্থায় এসোসিয়েশনের সভাপতি ও সধারণ সম্পাদকসহ ডি.বি ও.সি এবং এস আই লুৎফার রহমান এর সাথে যোগাযোগ করলে পরের দিন ১৮/০৫/১৭ খ্রি: তারিখে সকাল ১০ ঘটিকার সময় যাওয়ার জন্য বলেন। যথাসময়ে ভোমরা সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জন কর্মকর্তা ডি.বি কার্যালয়ে পৌঁছালে ডি.বি ও.সি দেখা না করে এস আই লুৎফার রহমান এর মাধ্যমে বৃহৎ অংকের টাকা দাবি করলে কর্মকর্তাগণ টাকা দিতে অস্বীকৃতি জানালে এস আই লুৎফার বলেন, “ও.সি সাহেবের নির্দেশ আমার কিছুই করার নাই।” তখন কর্মকর্তাগণ ফিরে আসেন। পরবর্তীতে বড় অংকের টাকার লেনদেনের মাধ্যমে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ এবং জীবন রক্ষার্থে দীপংকরের পরিচিতজন তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এরই পরিপ্রেক্ষিতে ২০/০৫/১৭ খ্রি: শনিবার সকাল ১১.০০ ঘটিকায় ভোমরা স্থল বন্দরের সকল সংগঠনের কর্মকর্তাগণকে নিয়ে এক জরুরি সভা করে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়। এমতাবস্থায় জনাবের নিকট বিনীত নিবেদন উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভোমরাস্থ সকল সাধারণ ব্যবসায়ীদের জোর নিরাপত্তা প্রার্থনা কামনা করছি। ভোমরা কাস্টমস্  সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম স্বাক্ষরিত স্মারকলিপির সাথে যৌথ সভার রেজুলেশনের কপি সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে কাজী নওশাদ দিলওয়ার রাজু এবং মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম ডেইলি সাতক্ষীরাকে জানান, “আমরা আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। একজন সৎ ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা হলে সংগঠন চুপ করে বসে থাকতে পারে না। আমরা আশা করছি এ ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং ভবিষ্যতে আমাদের ব্যবসায়ীদের সততার সাথে শানিআতপূর্ণভাবে ব্যবসা করতে গিয়ে কোন হয়রানির শিকার হতে হবে না।”