নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩জন কে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। যার নং- ৪৭, তাং- ২৫/০৪/২০২১। এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার শীবনগর এলাকার মৃত শহর আলীর পুত্র আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, মৃত মান্দার সরদারের পুত্র রবিউল ইসলাম, রবিউল ইসলামের পুত্র জনি, রনি, সনি ও রাজনগর গ্রামের নূরু সরদারের পুত্র তরিকুল ইসলামসহ ৮/৯ জনের একটি সংঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজনগর পূর্বপার সরদারপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র কামরুল ইসলামের ভাইপো মিন্টু পথরোধ করে। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মনিরুল ইসলাম ও কামরুল ইসলামের পুত্র আজহারুল সেখানে গেলে উল্লেখিত বাহিনীর সদস্যরা মিন্টু, মনিরুল ও আজহারুলকে বাঁশের লাঠি, জিআই পাইপ, লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় হাসান সরদার, আফছার আলী ও শাহিনুর তাদের হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার খবরে আসামী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নিয়ে বিভিন্ন মাধ্যমে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়া কামরুল ইসলাম জানান, উল্লেখিত ব্যক্তিরা এলাকায় সন্ত্রাসের রাজস্ব কায়েম করতে চায়। যে কারণে এলাকার নিরিহ মানুষদের উপর বিভিন্ন সময়ে মারপিট ও হামলা মামলা চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখিত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।