সাতক্ষীরা

সাতক্ষীরার সাংস্কৃতিককর্মীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

By daily satkhira

April 26, 2021

নিজস্ব প্রতিনিধি : কোভিড-১৯ কালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সাতক্ষীরার শিল্পী, কবি, সাহিত্যিক, কলাকুশলীতথা সাংস্কৃতিক কর্মীদের জন্য আর্থিক (সহযোগিতা) অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও যথাযথ সম্মান বজায় রেখে এ কর্মসূচি সম্পন্ন করা হয়। দ্বিতীয় দিনের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল থেকে শুরু হয়। সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমি’র নির্বাহী কমিটির সদস্য ফারহা দিবা খান সাথী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আবু আফফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামিমা পারভিন রতœা প্রমুখ। এ চেক বিতরণের অনুষ্ঠান শুরু হয়েছে রবিবার সকাল থেকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সাহিত্য-সংস্কৃতিকর্মীদের প্রতি প্রতিশ্রুতিশীল। তিনি করোনাকাল থেকে মানুষের সকল সংকটে পাশে দাঁড়িয়েছেন। একই সাথে সাহিত্য সংস্কৃতিকর্মীদের কর্মহীনতায় তিনি দয়া নয় সরাসরি পাশে দাঁড়িয়েছেন। আমাদের উচিত সরকারের ইতিবাচক সকল কর্মকান্ডে সহায়তা করা। একই সাথে শিল্পী, কবি, সাহিত্যিক, কলাকুশলীতথা সাংস্কৃতিকর্মীদের সম্মান বজায় রাখা।