খেলার খবর : ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। কিন্তু, এগিয়ে যাওয়ার স্বস্তি শেষ পর্যন্ত টিকল না ফরাসি শিবিরে। বিরতির পর সাত মিনিটের মধ্যে পরপর দুই গোল করে প্যারিসে নিজেদের রাঙালো ম্যানচেস্টার সিটি। পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
গতকাল বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কিনিয়োস। আর অতিথিদের হয়ে গোল করেন কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজ।
এই ম্যাচে জ্বলে উঠতে পারেননি কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলোতে অবদান রাখা কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিল তারকা নেইমারও দুবার সুযোগ তৈরি করে পাননি জালের দেখা।
যদিও ম্যাচের শুরুতে এগিয়ে ছিল পিএসজিই। ১৫ মিনিটে ডান দিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার দারুণ কর্নারে লাফিয়ে কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন মার্কিনিয়োস। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নেরা।
বিরতির পর পিএসজিকে চমকে দেয় সিটি। ম্যাচের ৬৪ মিনিটে সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনে। এরপর ৭১ মিনিটে স্কোর লাইন ২-১ করেন মাহরেজ। ফ্রি কিক থেকে বল লাফিয়ে উঠলে রক্ষণ ভাগে থাকা খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
পিছিয়ে পড়ার পর ১০ জনের দলে রূপ নেয় পিএসজি। ইলকাই গিনদোয়ানকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। এরপর আর গোল পায়নি ফরাসিরা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।
ইতিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার ফের মুখোমুখি হবে দুদল।