সাতক্ষীরা

সাতক্ষীরায় আইনজীবীদের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা

By daily satkhira

April 29, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের উপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে প্রতিবাদ সভার ডাক দিলে করোনা পরিস্থিতির কারনে প্রশাসনের নির্দেশনা মোতাবেক ঘরোয়াভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তুজাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী সাবেক এপিপি অ্যাড আজহার হোসেন, অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ।

এসময় বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভার্চুয়ালে কথা বলার সময় আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা মামলা হওয়া অত্যন্ত দু:খ জনক। জননেত্রী শেখ হাসিনা যে মহতী উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছিলেন। খাটাল লতিফ গং এধরনের মিথ্যা মামলা দায়ের করে সে মহতী উদ্যোগ ব্যাহত করছেন বলে দাবি করেন বক্তারা।

এদিকে বেলা ১টার দিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সিনিয়র আইনজীবীদের নেম প্লেট ভাংচুর ও ভার্চুয়াল পদ্ধতিতে শুনানির সময় কটুক্তির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের আহবায়ক. সমিতির সাবেক সভাপতি, সাবেক এমপি অ্যাড. সম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অ্যাড. শাহ আলমের অগঠনতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত সভাপতি থাকার সুযোগ নিয়ে যথেচ্ছ ব্যবহার, অর্থনৈতিক অস্বচ্ছতা এমনকি অপ্রীতিকর ঘটনায়ও অংশ নিয়েছেন। এর ফলে সাধারন আইনজীবীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাড. এসএম হায়দর, সাবেক পিপি অ্যাড. আবুবকর সিদ্দিক, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. আব্দুল মজিদ, পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. শেখ আব্দুস সামাদ, অ্যাড. এখলাস আলী বাচ্চু, অ্যাড. স ম আকবর আলী, অ্যাড. শেখ নিজামউদ্দিন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. সেলিনা খাতুন শেলী, অ্যাড. শাহনাজ পারভিন মিলি, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. ওকালত আলী, অ্যাড. নুরুল আমিন প্রমুখ আইনজীবী।