আন্তর্জাতিক

ভোটগ্রহণ শেষে টানটান উত্তেজনা, পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়

By Daily Satkhira

April 29, 2021

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই টিভির পর্দায় ভাসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই টিভির পর্দায় ভাসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়ার জন্য দরকার ১৪৮টি আসন। সেই সংখ্যা কে পার করতে পারবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

পশ্চিমবঙ্গ রাজ্যে অষ্টম ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উঠে এসেছে নতুন নতুন তথ্য। বিভিন্ন সমীক্ষা মতে, কেউই এবারে ম্যাজিক ফিগারের পৌঁছানোর আসন পাচ্ছে না।

এরই মধ্যে প্রকাশিত সি ভোটারের সমীক্ষায় রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।

সিএনএক্স এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮টি আসন। জোট পেতে পারে ১১ থেজে ২১টি আসন।

টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। জোট পেতে পারে ১৯টি আসন।

ইটিজি রিসার্চ বলছে, বাংলায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৬টি আসন। বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫টি আসন। আর বাম দল পেতে পারে ১০ থেকে ১৫টি আসন।

পি মার্গ সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২টি আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২টি আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০টি আসন।

সিএনএনের সমীক্ষা মতে, তৃণমূল পেতে পারে ১৬২টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। জোট পেতে পারে ১৫টি আসন।

টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৪৩টি আসন। তৃণমূল পেতে পারে ১৩৩টি আসন। জোট পেতে পারে ১৬টি আসন।

সমীক্ষাগুলোতে দেখা গেছে, বেশিরভাগ সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে। সি ভোটারের মতে, পশ্চিমবঙ্গে তৃণমুল পেতে চলেছে ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে চলেছে ৩৯ শতাংশ ভোট। জোট পেতে চলেছে ১৫ শতাংশ ভোট। এবং অন্যান্যরা পেতে চলেছে চার শতাংশ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমীক্ষার যে ধারা তাতে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ কেউই ম্যাজিক ফিগার পার করে স্বস্তিদায়ক সংখ্যায় পৌঁছাতে পারেনি। সামান্য কিছু আসন বেশি সমীক্ষাগুলো দেখালেও ভোট ফলাফলে সেই সংখ্যা একটু উনিশ-বিশ হয়ে যাওয়া মানেই পা হড়কে যাওয়া।

এ ছাড়া ম্যাজিক ফিগারের উপরে উঠে বেশি সংখ্যায় আসন না পেলে সেক্ষেত্রে ঘোড়া কেনাবেচার সম্ভাবনা প্রকট হয়ে উঠতে পারে। ফলে রাজনৈতিক মহলের মতে, বাংলায় বুথ ফেরত সমীক্ষার ফলাফলের নিরিখে স্বস্তিদায়ক অবস্থান কেউই পাচ্ছে না।