আন্তর্জাতিক

ভারতে ৫ টি রাজ্যে ভোটের ফলাফলে যারা এগিয়ে

By Daily Satkhira

May 02, 2021

অনলাইন ডেস্ক : ভারতের ৫ রাজ্যে রোববার থেকে ভোটগণনা চলছে।বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। রাজ্যগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পদুচেরি অঞ্চল।

আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্য রাজ্যগুলোতে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নির্বাচনি প্রজেক্টে দেখা গেছে, তামিলনাড়ু ও কেরালায় বিজেপির লজ্জাজনক হার হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি। এর মধ্যে ২০৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অপরদিকে ৮০টি আসন পেয়েছে বিজেপি।