সাতক্ষীরা

জোড়দিয়ায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

May 02, 2021

শাকিল হোসেন : মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি- এই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার (০২ মে) বিকাল ৪.৩০টায় ফিংড়ীর জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আসাদুজ্জামানের নির্দেশনায় অনুর্ধ-১৬ বছর বয়সী ৩৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের বাস্তবায়নে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি। অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, উদীচী- সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি স. ম. তাজমিলুর রহমান টুটুল, জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, শেখ তৈমুর হাসান, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে। লেখাপড়ায় মন বসে। মাদক, জঙ্গিবাদ এবং অসামাজিক কাজ থেকে খেলাধুলা তরুণদের বিরত রাখে। ক্রীড়ার সাথে তরুণদের সম্পৃক্ত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।