কালিগঞ্জ

কালিগঞ্জে দূর্যোগের সাড়াপ্রদানে করণীয় শীর্ষক কর্মশালা

By daily satkhira

May 03, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে দূর্যোগের সাড়াপ্রদানে স্বেচ্ছাসেবকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোডাকশন ম্যানেজার নাজমা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এ সময় তিনি বলেন, কালিগঞ্জ উপজেলা একটি দূর্যোগপ্রবন অঞ্চল। দূর্যোগ দুই ধরণের হয়ে থাকে প্রাকৃতিগত ও মানব সৃষ্ট। বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগত ভাবে এর ব্যাপক পরিবর্তন দেখা যায়। তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তা-বলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকা-, বিস্ফোরণ ইত্যাদি ঘটতে পারে। মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ি ধ্বংস, জমির ফসল নষ্ট হওয়ার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারায় প্রভাব পড়ে। দূর্যোগের ফলে অনেক সময় ব্যক্তির মানষিক দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন হতে পারে। সারা বিশে^ আজ চলছে মহাদূর্যোগ, থমকে গেছে জগৎ। গতিশীল পৃথিবী আজ স্তব্ধ। কোভিট-১৯ করোনা ভাইরাসের পাদূর্ভাবে মানবজাতি এখন শঙ্কিত। এসব দূর্যোগ থেকে রক্ষা পেতে বা দূর্যোগ পরবর্তী সময় করনীয় বিষয়ে স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। প্রেরণার ফাইন্যান্স ফোকাল তন্ময় হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রায়হানুল ফেরদাউস, সমাপ্তি মন্ডল, শামিমা পারভীন, ফারজানা ইয়াসমিন, মেহেরুন্নেছা মিম, নাছিমা, মুসলিমা, শাহিনা, সুজন প্রমুখ। দূর্যোগে সাড়াপ্রদানে স্বেচ্ছাসেবকদের করণীয় শীর্ষক কর্মশালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহন করে।